বিজ্ঞানের কল্যাণে সবই সম্ভব। কিন্তু, মানুষের সব চাহিদা রোবট পূরণ করতে পারে না। তারপরও আরও একধাপ এগিয়ে গিয়েছে অ্যাবিস ক্রিয়েশনের ‘রেড ডল’। যৌন চাহিদা পূরণ করার জন্য স্বয়ংক্রিয় রোবট ‘রেড ডল’।
নতুন এই রিয়েলিস্টিক রোবটগুলি বাজারে আসবে ২০১৭ সালে। যাতে থাকছে স্বয়ংক্রিয় যৌনাঙ্গ। যা মানুষের শরীরের তাপমাত্রা বুঝে কাজ করবে এবং উপভোক্তার শারীরিক চাহিদা মেটাবে।
Read More News
সংস্থার দাবি, এতদিন পর্যন্ত ‘সেক্স ডল’ গুলির সীমাবদ্ধতা ছিল। কিন্তু, বাস্তব ও কল্পনার ফারাক আনেকটাই মেটাতে সক্ষম হবে বিজ্ঞানের এই নতুন আবিষ্কার।