বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভী আহমেদ আজ বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ বছরের ২৯ আগস্ট তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
Read More News
এ সময় কারাফটকে বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. মনিরুল ইসলাম মনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।