পাঠানকোট এলাকা থেকে একটি কবুতর আটক করেছে বিএসএফ। কবুতরটির পা থেকে ছোট্ট কাগজে লেখা নোট পাওয়া গেছে। তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করে দেওয়া হয়েছে।
পাঠানকোট থানার পুলিশ জানিয়েছেন, গতকাল রোববার সন্ধ্যায় কবুতরটি আটক করা হয়েছে।
কবুতরের সঙ্গে পাওয়া নোটে উর্দুতে লেখা ছিল, মোদি, আমরা ১৯৭১ সালের মানুষদের মতো নই। এখন প্রতিটি শিশু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। নোটে লস্কর-ই-তাইয়েবা নামে সংগঠনের স্বাক্ষর ছিল।
Read More News
তবে সীমান্তে কবুতর পাওয়া এটাই প্রথম অভিজ্ঞতা নয় ভারতের। গত বছর সীমান্ত এলাকায় ক্যামেরার ক্ষুদ্র যন্ত্রাংশ শরীরে বাঁধা অবস্থায় একটি কবুতর আটক করে পুলিশ। ২০১০ সালেও গোয়েন্দাগিরির অভিযোগে একটি কবুতরকে আটক করেছিল পুলিশ।