আজ বুধবার বিকেল ৪টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতা মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর স্ত্রী আয়েশা খাতুন জানান, ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন মীর কাসেম।
খন্দকার আয়েশা বলেন, ছেলে আহমেদ বিন কাসেম নিখোঁজ রয়েছে। সরকার যদি ছেলেকে ফিরিয়ে দেয়, তাঁর সঙ্গে বসে মীর কাসেম আলী সিদ্ধান্ত নেবেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না। ছেলে আহমেদ বিন কাসেমকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে পরিবার।
Read More News
আজ দুপুর ২টার দিকে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের সদস্যদের মধ্যে আছেন তাঁর দুই মেয়ে সুমাইয়া রাবেয়া ও তাহেরা তাসনিম, ছেলের বউ শাহেদা তাহমিদা, আরেক ছেলের বউ তাহমিনা আকতার, ভাতিজা হাসান জামান খান। সঙ্গে আরো দু-তিনজন শিশু রয়েছে।
Supreme Watches News