ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুল থেকে আইএসকে হটাতে অভিযান শুরু করেছে মার্কিন সমর্থিত কুর্দি বাহিনী। এরইমধ্যে মসুলের আশপাশের ১১টি গ্রাম দখলে নিয়ে চারিদিক থেকে ঘিরে রাখার কথা জানিয়েছে কুর্দি বাহিনী। এদিকে, সিরিয়ার দেইর-এজ-জোরে আইএসের অবস্থানে বোমা বর্ষণ করেছে রুশ সামরিক বিমান। সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে গত দু’ দিনে প্রায় দুইশত বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংস্থা।
Read More News
সিরিয়ার মানবিজ থেকে আইএসকে হটানোর পর ইরাকে জঙ্গিগোষ্ঠীটির শক্ত ঘাঁটি মসুলেও সর্বাত্মক অভিযান শুরু করেছে কুর্দি বাহিনী। মসুল পুনর্দখলে মার্কিন জোটের সহায়তায় রোববার ৫ হাজার সেনার সমন্বয়ে শক্তিশালী অভিযানে নামে কুর্দি পেশমার্গা যোদ্ধারা। এরইমধ্যে, ১১টি গ্রাম নিজেদের দখলে নিয়ে আইএস-নিয়ন্ত্রিত এলাকাগুলো চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বলে জানায় তারা।
কুর্দি বিশেষ বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার ফারিক কুর্দি বলেন, আমাদের সেনারা দুই দিক থেকে হামলা চালাচ্ছে। ওয়ারদাক ও কারকাশা থেকে গ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকা মুক্ত করেছি আমরা। আইএসকে হটাতে সেনারা দ্রুত অগ্রসর হচ্ছে।