জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’ তে ভাই বোনের ভূমিকায় অভিনয় করছেন রোহান মেহেরা এবং কাঞ্চি সিং।
কিন্তু বাস্তবে একে অপরের প্রেমে পড়ে গেছেন। আর সে কারণেই নাকি রিল লাইফ থেকে বাদ পড়ছেন।
সিরিয়ালের সেট থেকেই তাদের প্রেম শুরু। এর আগে চ্যানেল কর্তৃপক্ষ তাদের বাস্তব সম্পর্কের ব্যাপারে সাবধানী হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা তারা শোনেননি। ফলে ওই সিরিয়াল থেকেই তাদের বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
কারণ সিরিয়ালের দর্শক অভিনেতাদের ইমেজ নিয়ে অনেক বেশি সেনসেটিভ। কিন্তু তারা ওই নির্দেশ হালকাভাবে নিয়েছিলেন। এমনকী তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় সাক্ষাতকারও দিয়েছিলেন। যা চ্যানেল কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি। ফলে রোহান-কাঞ্চিকে নাকি ওই প্রজেক্ট থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Read More News