স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী। অ্যালিসন ব্লেকের সঙ্গে বৈঠকে জঙ্গিবাদ দমনে বাংলাদেশের কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা জানতে চেয়েছে যুক্তরাজ্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিটিশ গোয়েন্দাদের কাছে যদি কোনো তথ্য থাকে তবে তা জানা। এই মুহূর্তে তথ্য আদান-প্রদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, এটি বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁয়িড়েছে। এ বিষয়ে অ্যালিসন ব্লেক বলেন, সবাইকে এখন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে হবে।
Read More News
ব্রিটিশ কাউন্সিল বন্ধ থাকায় বাংলাদেশের শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ হাইকমিশন চাইলে ব্রিটিশ কাউন্সিলকে আরো নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি।
ব্রিটিশ কাউন্সিল সাময়িকভাবে বন্ধ করা হলেও পরীক্ষাগুলো চলছে এবং শিগগিরই সংস্থাটি খুলে দেওয়া হবে বলেও জানান ব্লেক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে পিস স্কুল বন্ধের নির্দেশনা তাঁরা পেয়েছেন। স্কুল কর্তৃপক্ষ সেগুলো বন্ধ না করলেও আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো বন্ধ করবে।