গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন। এর আগে দুপুর ২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
Read More News
গতকাল বুধবার রাতে গুলশান আড়ংয়ের সামনের রাস্তা থেকে সন্ধ্যা ৭টায় হাসনাতকে এবং বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি বাসা থেকে রাত ৯টায় তাহমিদকে গ্রেপ্তার করে পুলিশ।