গত কয়েক মাস ধরে ট্রাম্প ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারিকে ‘কুটিল’ বলে মন্তব্য করে আসছেন। এমনকি গত কয়েকদিন ধরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে ‘শয়তান’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
এবার হিলারিকে আইএসের প্রতিষ্ঠাতা বলে মন্তব্য করেছেন ডেনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে তাদের কাছ থেকে হিলারির পুরস্কার পাওয়া উচিত।
Read More News
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে হিলারির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ৭০ বছর বয়সী মার্কিন এ ধনকুবের। তিনি বলেন, ওরল্যাণ্ডোর দিকে একবার দেখুন। সান বার্নাডিও, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেও ফিরে দেখুন কী হচ্ছে, তারপর বিশ্বব্যাপি একটু খেয়াল করুন এবং এই পরিস্থিতি তৈরি করতে আমরা আইএসকে পরিচালিত করছি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হিলারির কাছে হারলে তা হবে বিব্রতকর। এটি হতে দেওয়া যাবে না। তবে ট্রাম্পকে ঘিরে রিপাবলিকান দলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, দল ঐক্যবদ্ধ রয়েছে। আমি মনে করি, আমরা এ ধরনের ঐক্য আগে দেখিনি। আমি দলের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।