উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে ‘প্রধানমন্ত্রী’

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের চাহিদা ও কল্যাণের দিকে লক্ষ রেখেই সরকার পরিকল্পনা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

শেখ হাসিনা বলেন, আমরা মাত্র পাঁচ বছরের জন্য নির্বাচিত হই। কাজেই এই পাঁচ বছরে জনগণকে কতটা সেবা দিতে পারব, জনগণের কল্যাণে কতটুকু কাজ করতে পারব এবং কতটুকু তাদের জন্য করে দিয়ে যাব, এটাই আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য। কিছু স্বল্পমেয়াদি, কিছু মধ্যমেয়াদি, কিছু দীর্ঘমেয়াদি। এভাবে আমাদের পরিকল্পনা নিতে হবে। তারই ভিত্তিতে যে জনগণের জীবনমান উন্নত করতে হলে কী কী পদক্ষেপ আমাদের নিতে হবে। এবং জনগণের চাহিদাগুলো কী। কীভাবে তা পূরণ করব। সেটাই হচ্ছে সুনির্দিষ্টভাবে আমাদের প্রস্তুত থাকা।
Read More News

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *