শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে মশাল বহন করবেন। আজ মঙ্গলবার ঢাকায় ইউনূস সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ প্রফেসর ইউনূসকে এ সম্মান জানিয়েছেন। রিও অলিম্পিকের প্রেরণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মিশনে ইউনূসের অংশগ্রহণ চায় অলিম্পিক কমিটি।
Read More News
ব্রাজিলে অলিম্পিক মশালযাত্রা শুরু হয় ৩ মে রাজধানীর ব্রাসিলিয়া থেকে। সারা দেশ পরিভ্রমণের পর রিও অলিম্পিকের মশালযাত্রা শেষ হবে ৫ আগস্ট ২০১৬ মারাকানা স্টেডিয়ামে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। ড. ইউনূস ৪ আগস্ট রিও-তে অলিম্পিক মশাল যাত্রার শেষ পর্বে মশাল বহন করবেন। একই দিন রিওতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণ দেবেন তিনি।
রিও অলিম্পিক হবে আধুনিক অলিম্পিক গেমসের ৩১তম অনুষ্ঠান, সেখানে ৪২টি বিভিন্ন ধরনের খেলাধূলার ওপর প্রতিযোগিতা হবে। ড. ইউনূস ২ থেকে ৯ আগস্ট ব্রাজিলে অবস্থান করবেন।