বন্যাদুর্গতদের পাশে থাকবে সরকার

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলা এলাকায় দুর্গা নারায়ণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গতের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনে দুর্গতের পাশে থাকবে সরকার।
Read More News

ওবায়দুল কাদের বলেন, সারা দেশে বন্যাদুর্গতদের জন্য মনিটরিং টিম কাজ করছে। ত্রাণসামগ্রী বিতরণ তদারকি করছেন তাঁরা। যেখানে যা প্রয়োজন, সেখানে তা ই করা হবে। সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। প্রয়োজনে ঘরে ঘরে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী আরো বলেন, মানিকগঞ্জ জেলায় বন্যাদুর্গতদের জন্য ৩৬৫ টন ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। আজ ঘিওরে এক হাজার দুর্গতের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে এবং প্রত্যেককে নগদ ১০০ টাকা করে দেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *