কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায়, সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী সাইফুল খালিদ। সংঘর্ষে খালেদসহ ৩ জন গুলিবিদ্ধ হয়। আহত হয় আরো বেশ কজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সে মারা যায়।
Read More News
কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাইফুল খালিদ।