প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পেলেন ‘হিলারি’

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ‌এবং ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম বড় কোনো দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন একজন নারী।

বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয়। ওই সম্মেলনের যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেরই ডেমোক্র্যাটদের সমর্থন পেয়েছেন হিলারি।
Read More News

আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণার পর বক্তৃতা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও হিলারির স্বামী বিল ক্লিনটন। বক্তৃতায় বিল প্রেসিডেন্ট হিসেবে হিলারির যোগ্যতার কথা তুলে ধরেন। এ সময় তিনি হিলারির সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টিও স্মরণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *