জার্মানের মিউনিখ শহরের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলাকারী ইরানি বংশোদ্ভুত জার্মান নাগরিক। ১৮ বছর বয়সী ওই তরুণ গত কয়েকবছর ধরে শহরটিতে বসবাস করে আসছিল।
পুলিশের একজন মুখপাত্র জানিয়ে, ঐ তরুণ একাই গুলি চালিয়ে আট জনকে হত্যা করেছে। তবে পুলিশের কাছে তার সম্পর্কে কোন তথ্য ছিল না। হামলার ঘটনার পর সে আত্মহত্যা করেছে, নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে, তা এখনও জানা যায়নি।
Read More News
এর আগে ওই হামলাকারী তরুণ আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছিল। কিন্তু এখনও বিষয়টি, নিশ্চিত করে বলতে পারছে না।
হামলার পর প্রথমে পুলিশ ধারণা করেছিল যে একাধিক হামলাকারী রয়েছে। তবে হামলাকারী একজন নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের অভিযান বন্ধ করে দেয়। এরপর থেকে মিউনিখের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে শুরু করে। যান চলাচলও শুরু হয়েছে।