জার্মানির মিউনিখ শহরে অলিম্পিয়া শপিং সেন্টারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জন।
তবে সন্দেহভাজন বন্দুকধারীদের এখনো ধরতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, তিন বন্দুকধারী শপিং সেন্টারটিতে হামলা চালায়। তিন হামলাকারীকে ধরতে মিউনিখ শহরজুড়ে কড়া তল্লাশি শুরু করেছে পুলিশ।
Read More News
বিভিন্ন জনসমাগমের স্থান থেকে সাধারণ জনগণকে সরে যেতে বলা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপাতত তাদের নিজেদের বাড়িতে অবস্থানের জন্য অনুরোধ করা হয়েছে মিউনিখ শহরের পুলিশের পক্ষ থেকে।
এরই মধ্যে জার্মানির তৃতীয় বৃহত্তম শহর মিউনিখের ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে প্রচুর পুলিশ সদস্য অংশ নিয়েছেন। হেলিকপ্টার ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছেন তাঁরা। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠন বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি। কারা, কী কারণে হামলা করেছে, সে ব্যাপারেও মিউনিখ পুলিশ কর্তৃপক্ষ কোনো ধারণা দিতে পারেনি।