সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার পক্ষ থেকে মন্ত্রিপরিষদের সদস্যদের এক খুদেবার্তায় জঙ্গি হামলার বিষয়ে সতর্ক করা হয়।
এ বিষয়ে বিমান ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিষয়টি নিশ্চিত করছেন।
মন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়, পুলিশ যদি আগাম তথ্য পেয়ে থাকে তবে তা প্রতিরোধ করার বদলে মন্ত্রীদের খুদেবার্তা দেওয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছেন কেন। জবাবে মন্ত্রী বলেন, এটা অবশ্যই ইতিবাচক। পুলিশের কাছে হয়তো কোনো আগাম তথ্য আছে। এ কারণে তারা আমাদের সতর্ক থাকতে বলেছে।
Read More News
রাশেদ খান মেনন বলেন, এ ধরনের হুমকিধমকি আমরা আগেও পেয়েছি। তবে এবার পুলিশের পক্ষ থেকে এই প্রথম আমাদের সতর্ক থাকতে বলা হলো। এটা আমাদের জন্য ভালো হলো।
মন্ত্রী আরো বলেন, কেউ যদি একবার টার্গেট করে তবে যত নিরাপত্তাই হোক তাদের রক্ষা করা যায় না। আইনশৃঙ্খলা বাহিনী বঙ্গবন্ধুকেও রক্ষা করতে পারেনি, জিয়াউর রহমানকেও পারেনি। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।