তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে দেশটির পুলিশ বিভাগের বিরুদ্ধেও। এই অভিযোগে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাসহ সাত হাজার ৮৫০ পুলিশকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দেশটির বিচার বিভাগের সদস্য ও সেনাবাহিনীর জেনারেলসহ আরো অন্তত ছয় হাজার জনকে আটক করা হয়েছে।
Read More News
দেশটির পুলিশপ্রধান মাহমুদ চেলালেথিন লেকেসিজ বরখাস্ত করা পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের একটি তালিকা এরই মধ্যে বিভিন্ন প্রদেশের প্রশাসনিক প্রধানদের কাছে পাঠিয়েছেন।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাজে গাফিলতির জন্য পুলিশ সদস্যদের গুলেনের অনুসারী হিসেবে অভিযুক্ত করেছেন। গতকাল রোববার রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে ডাকা হয় এবং তাঁদের অস্ত্র এবং পরিচয়পত্র জব্দ করা হয়। পুলিশদের বিরুদ্ধে অভিযোগ, সেনা অভ্যুত্থানের চেষ্টাকালে ওই পুলিশ সদস্যরা দেরি করে মাঠে নামে এবং গুলেনের অনুসারী।
দেশজুড়ে অভিযান চালিয়ে যৌথ বাহিনী শতাধিক জেনারেল ও অ্যাডমিরালকে আটক করা হয়েছে।
রোববার তুরস্কের প্রেসিডেন্ট অভ্যুত্থানে জড়িতদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান পাসেরও ইঙ্গিত দিয়েছেন।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের দেওয়া তথ্যমতে, ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় নিহত হয়েছেন ২৬৫ জন। এর মধ্যে অভ্যুত্থানপন্থী বিদ্রোহী রয়েছেন ১০৪ জন। আর অভ্যুত্থান প্রতিরোধ করতে গিয়ে সামরিক-বেসামরিক লোক নিহত হয়েছেন ১৬১ জন।