চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার দুই আসামি মো. রাশেদ ওরফে ভাগ্নে রাশেদ ও আবদুন নবী বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।
Read More News
গতকাল সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি ইটের ভাটা এলাকায় বন্দুক যুদ্ধে দুজন নিহত হয়েছেন। ডিবির পক্ষ থেকে তাদের লাশ উদ্ধারের কথা বলা হয়। এরপর লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত রাশেদের ছোট ভাই শহীদুল ইসলাম বলেন, গত ২৩ জুন বোয়ালখালী থেকে রাশেদকে আটক করে পুলিশ। আটকের পর প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও পুলিশ রাশেদকে আটকের বিষয়টি অস্বীকার করছে। এখন তাকে খুন করা হয়েছে।
বন্দুকযুদ্ধে নিহত মো. রাশেদ ও আবদুন নবীর বাড়ি রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকায়।