ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সদস্যরা।
রবিবার দিনগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও মাদকের মধ্যে দেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, চাইনিজ কুড়াল, পাঁচটি হাঁসুয়া ও দুইটি ইয়ার গানের বাট রয়েছে।
Read More News
আটক ব্যক্তিরা হলেন- আদর্শপাড়ার মমিন পাঠানের ছেলে রেজাউল পাঠান (৪০), কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৮) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কন্দবপুর গ্রামের নিয়ামত মল্লিকের ছেলে নাটু মল্লিক (৩৪)।
জানা গেছে, রাতে ওই তিনজন অস্ত্র ও গুলি নিয়ে আদর্শপাড়ায় অবস্থান করছিলেন। খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।