একজন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন আরেকজন হচ্ছেন কলকাতার গুরু মিঠুন চক্রবর্তী। এই দুইজনই এক সময় পর্দা কাঁপিয়েছেন। হিট নায়ক বলতে তারাই ছিলেন। এখনও এই দুইজন তুমুল জনপ্রিয় অভিনেতা।
তবে তারা আজকের এ অবস্থানে এসেছেন এমনি এমনি নয়। অনেক কাঠখড় পুড়িয়ে তারপর তারা তাদের অবস্থান তুলে ধরেছেন। এই দুজনের পাশাপশি আজকের বাদশা শাহরুখ খানও অনেক সংগ্রাম করেছেন। আর সে সময়টা যে কতটা ভয়ঙ্কর, তা জানলে আপনিও একটি দীর্ঘশ্বাস ছাড়বেন। পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের অতীতটা আপনার ভেতরে সাহসও যোগাবে।
অমিতাভ বচ্চন: নব্বইয়ের দশক থেকে বলিউড শাসন করছেন অমিতাভ বচ্চন। কিন্তু প্রথম যখন এলাহাবাদ থেকে মুম্বাই এসেছিলেন তার কাছে বাড়ি ভাড়া করারও টাকা ছিল না। ফলে মেরিন ড্রাইভের বেঞ্চে শুয়েই কাটাতে হয়েছে বহু রাত।
মিঠুন চক্রবর্তী: টলিউড থেকে বলিউড গিয়েছিলেন হিরো হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু পয়সার অভাবে প্রথম দিকে বেশ কিছুদিন মুম্বাইয়ের রাস্তায় থাকতে হয়েছিল মিঠুন চক্রবর্তীকেও।
Read More News
শাহরুখ খান: ইন্ডাস্ট্রিতে আসার আগে বিভিন্ন রকম কাজ করতেন শাহরুখ খান। পয়সার জন্য টিকিট কাউন্টারে দাঁড়িয়ে ‘কভি হাঁ কভি না’ ছবির টিকিটও বিক্রি করেছেন তিনি।