ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দ্বিতীয় দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিনেও টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। ২ জুলাইয়ের বিভিন্ন গন্তব্যের টিকিট দেয়া হচ্ছে আজ।
লাইনে অপেক্ষমাণ টিকিট প্রত্যাশীদের অনেকেই জানান, তারা কেউ মধ্যরাত, আবার কেউ সেহরী খেয়ে টিকিটের জন্য প্লাটফর্মে আগে থেকেই এসে অবস্থান নিয়েছেন।
তবে ভোর হতেই কমলাপুর রেলস্টেশন টিকিট নিতে আসা যাত্রীদের ভিড় বাড়তে থাকে। এতে শৃংখলা রক্ষায় আইনশৃংখলা বাহিনীর তৎপরতাও বেড়ে যায়।
যাত্রীরা বলছে, এ বছর টিকিট খুব দ্রুত কাটছে মনে হয়। কারণ অন্যবছর গুলোতে টিকিট পেতে সময় বেশি নিয়েছে। রাজশাহীর যাত্রী এজাজ মাহমুদ বলছেন, এবছর লাইন থেকে দ্রুতই সামনে অগ্রসর হতে পারছি। মনে টিকিট ছাড়ার গতি ভালো,
যাত্রীরা অনেকেই জানিয়েছেন, সুশৃঙ্খলভাবেই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন তারা।
কমলাপুর রেলস্টেশন সূত্র জানায়, চাহিদা অনুযায়ী টিকিট থাকা পর্যন্ত যাত্রীদের তা দেয়া হবে।
Read More News
এদিকে রেলসূত্র জানিয়েছে, আগামীকাল ২৫ জুন একটি ট্রেন উদ্বোধনের কারণে কমলাপুর রেলস্টেশনে ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রির সময় সীমা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তীত তারিখ অনুযায়ী ২৬ জুন দেয়া হবে ৪ জুলাই ও ২৭ জুন দেয়া হবে ৫ জুলাইয়ের টিকিট।