যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন নায়িকা মৌসুমী। শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালনা করছেন ‘বাসর হবে মাটির ঘরে’। ঈদের পর ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম।
এ বিষয়ে পরিচালক সংগ্রাম বলেন, ‘এরই মধ্যে আমরা ছবির জন্য শিল্পীদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। আগামী ঈদের পর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিতে মোশাররফ করিমের সঙ্গে জুটি বাঁধবেন মৌসুমী। ছবির গল্পের প্রয়োজনে শক্তিশালী অভিনয়শিল্পী প্রয়োজন ছিল। আমার কাছে মনে হয়েছে, এই দুজনের সহযোগিতায় ভালো একটা ছবি দর্শককে উপহার দিতে পারব।
Read More News
ছবির একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গত মাসে রুনা লায়লা ও সুবীর নন্দী ছবির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন। আলাউদ্দিন আলীর সংগীত পরিচালনায় গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।