কে বলেছে তাঁদের সম্পর্ক ভেঙেছে ? ধুর বাজে কথা। নিন্দুকদের মুখে চাই দিয়ে চুটিয়ে প্রেম করছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। অন্তত অনুষ্কার সাম্প্রতির ইচ্ছে তো তেমনই ইঙ্গিত দিচ্ছে।
নায়িকার সেই বিশেষ ইচ্ছেটা কি জানেন?
Read More News
‘সুলতান’-এর মুক্তি আসন্ন। ছবিতে সলমন খানের সঙ্গে জুটি বেঁধে এক কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা। আর তাই বিরাট কোহলির জন্য এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে চান নায়িকা। তবে পরে ভাবনাটা একটু বদলে নিয়েছেন। বিরাটের সঙ্গে তাঁর কয়েকজন টিমমেটকেও নাকি আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বলি টাউনে দীপিকার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘‘এর আগে কোনও কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেননি অনুষ্কা। তাই সুলতান ওঁর কাছে খুব স্পেশাল। খুব পরিশ্রম করে চরিত্রটার জন্য নিজেকে তৈরি করেছে ও। তাই বিরাটকে আলাদা ভাবে ছবিটা দেখাতে চায়। কিন্তু পরে বিরাটের সঙ্গে ওর কয়েকজন টিম মেম্বারকেও ডাকার কথা ভেবেছে।