ইউরো কাপের প্রথম দুটি ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের পর সমালোচনার তীক্ষ্ণ সব তীর ছুটে আসছিল দিকে। হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে রোনালদোর নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তাঁর দল পর্তুগালও পেয়ে গেছে নকআউট পর্বের টিকেট।
ইউরো কাপের চারটি আসরে গোল করা একমাত্র ফুটবলার এখন রোনালদো। এবারের আসরের আগে ২০০৪, ২০০৮ ও ২০১২ সালের ইউরো কাপেও গোল করেছিলেন তিনবারের বর্ষসেরা ফুটবলার। হাঙ্গেরির বিপক্ষে দুটি গোল করে ইউরো কাপে পর্তুগালের পক্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটিও নিজের দখলে নিয়েছেন রোনালদো। এর আগে ছয়টি গোল নিয়ে রেকর্ডটি তিনি ভাগাভাগি করছিলেন ন্যুনো গোমেজের সঙ্গে। এখন সব মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা ৮। ইউরো কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করার পথেও অনেকখানি এগিয়ে গেছেন এই পর্তুগিজ তারকা। ৯ গোল নিয়ে সবার ওপরে আছেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনি। আর মাত্র একটি গোল করলেই তাঁকে ছুঁয়ে ফেলতে পারবেন রোনালদো।
Read More News
ইউরো কাপের মূল পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও এখন চলে এসেছে রোনালদোর দখলে। হাঙ্গেরির বিপক্ষে তিনি খেলেছেন ইউরো কাপে নিজের ১৭তম ম্যাচ। ১৬টি করে ম্যাচ খেলেছিলেন ফ্রান্সের লিলিয়ান থুরাম ও নেদারল্যান্ডসের এডউইন ফন ডার সার।