ইসলাম ধর্মের সম্মান উচ্চ তরে নিতে প্রচেষ্টা অব্যাহত ‘প্রধানমন্ত্রী’

আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের সম্মান আরো উচ্চ তরে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে যা যা করণীয়, তার সবই করবে বাংলাদেশ।
Read More News

জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, সৌদি একটা উদ্যোগ নিয়েছে জঙ্গিবাদ এবং সন্ত্রাস দূর করবার জন্য একটা ইসলামী জোট করেছে। সেই জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে এবং প্রায় ৪০টা দেশ এতে যুক্ত হওয়ার ফলে আজকে এই জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং সেই সুযোগে বাংলাদেশও আছে এবং এই জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য, যা যা করণীয়, সেটা বাংলাদেশ করবে।

ইসলামকে শান্তির ধর্ম আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম যেন সেইভাবেই তার ধর্মটার সম্মান আরো উচ্চ শিখরে আমরা নিতে পারি, সে প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *