মুষ্টিযোদ্ধা সুলতানের বায়োপিকে অভিনয় করতে গিয়ে প্রচণ্ড পরিশ্রম করেছেন সালমান খান। এই অভিনয়ের সেট থেকে নামার সময় নিজেকে ধর্ষিত নারীর মতো মনে হতো তার!
জানা গেছে একটি সাক্ষাতকারে সালমান বলেন, সুলতান সিনেমার শুটিংয়ের পরে যখন রিং থেকে নামতাম তখন নিজেকে ধর্ষিত নারীর মতো মনে হত। আমি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারতাম না।
ধর্ষিত নারীদের ইঙ্গিত করে কুৎসিত এই তুলনার জন্যে ভারতের জাতীয় নারী ও অ্যাক্টিভিস্ট কাউন্সিল সালমানের কঠোর সমালোচনা করেছে এবং বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। টুইটারেও শুরু হয়েছে সমালোচনা।
Read More News
তবে এই বক্তব্য দেয়ার পরেই অনুশোচনা করে সাক্ষাতকারে বলেছিলেন, আমার হয়তো উচিত হয়নি এমনটি বলা।
সালমানের বাবা সেলিম খান সন্তানের হয়ে টুইটারে বেশ কয়েকটি টুইট করে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, অবশ্যই সালমান যে তুলনা ও প্রেক্ষাপটের কথা বলেছে সেটি ভুল। তার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি তার পরিবার, ভক্ত ও বন্ধুদের হয়ে ক্ষমা চাইছি।