ইস্টার মফিজ-এ তারা তিনজন

দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার এখন পর্যন্ত যতো খণ্ড নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তারমধ্যে সহকর্মী হিসেবে তিনি সবচেয়ে বেশি পেয়েছেন আনিসুর রহমান মিলনকে। তবে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে কখনোই তার অভিনয় করা হয়ে উঠেনি সিনেমায় কিংবা নাটকে। আসছে ঈদে বাংলা ভিশনে প্রচারের লক্ষ্যে নাট্যনির্মাতা সকাল আহমেদ নির্মাণ করছেন ঈদের বিশেষ নাটক ‘ইস্টার মফিজ’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অতিথি শিল্পী হিসেবে চিত্রনায়ক রিয়াজ। তার বিপরীতে অভিনয় করেছেন কুসুম শিকদার। পাশাপাশি নাটকের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। রিয়াজকে ছোটবেলা থেকেই কুসুমের ভালোলাগতো। একই গ্রামের বাসিন্দা তারা। কিন্তু মফিজ ইস্টার হবার কারণে একসময় গ্রাম ছেড়ে শহরে চলে যায়। কিন্তু তার প্রতি কুসুমের ভালোবাসা ঠিকই রয়ে যায়। এদিকে মিলন নির্বাচনে অংশগ্রহনের জন্য গ্রামে ইস্টার মফিজকে সংবর্ধনা দেবার লক্ষ্যে বিশেষ আয়োজন করার চেষ্টা করে। ইস্টার মফিজকে গ্রামে এনে সে তার আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এগিয় যায় ‘ইস্টার মফিজ’ নাটকের গল্প। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন,‘ আমার চরিত্রটি যদিও অতিথি শিল্পীর মতো তবুও কাজ করে ভালোলেগেছে। কুসুমের সঙ্গে নাটকে এটা আমার প্রথম কাজ। ’ কুসুম শিকদার বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে ২০০০৭ সালে দেশের বাইরে একটি স্টেজশোতে অংশ নিয়েছিলাম। পাশাপাশি একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবেও আমরা প্রায় ছয়মাস একসঙ্গে কাজ করেছিলাম। তখন থেকেই তারসঙ্গে আমার সুসম্পর্ক। তারসঙ্গে ছোটপর্দায় কাজ করে খুবই ভালোলেগেছে। আর মিলনতো আমার বন্ধুর মতো, আমার সর্বার্ধিক নাটকের সহশিল্পী। ’ মিলন বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করে খুবই ভালোলেগেছে। তিনি খুব বিনয়ী একজন মানুষ। আর কুসুমের সঙ্গে আমার কাজের রসায়নটা পর্দায় দারুণ জমে ওঠে।’ সকাল আহমেদের নির্দেশনায় রিয়াজ এবারের ঈদে ‘রিমোট কন্ট্রোল কার’, ‘সিস্টার্স’ নাটকে অভিনয় করেছেন। অন্য দিকে মিলন এবারের ঈদে সকালের নির্দেশনায় ‘সোনার কাঠি রুপার কাঠি’, ‘উপযুক্ত চোর পাত্র চাই’,‘সাঁকো’ ও ‘অপেক্ষা তোমার জন্য’ নাটকে অভিনয় করেছেন। এবারের ঈদে ‘ইস্টার মফিজ ছাড়া’ কুসুম শিকদারকে এজাজ মুন্নার নির্দেশনায় সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘আমি তুমি তুমি আমি’তে অভিনয় করেছেন। এটি এনটিভিতে প্রচার হবে। উল্লেখ্য, ‘ইস্টার মফিজ’ নাটকটির শুটিং শুরু হয়েছে গত ২০ জুন রাজধানীর অদূরে পুবাইলের ‘চটের আগা’ শুটিং স্পটে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *