ইরানে জঙ্গি হামলার পরিকল্পনা ভণ্ডুল

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে জঙ্গি হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দারা। সুন্নি জঙ্গিরা এসব বোমা হামলা পরিকল্পনা করেছিল বলে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে।

ইরানায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী তাকফিরি গোষ্ঠী সামনের দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হামলার চালানোর পরিকল্পনা করেছিল। ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকটি বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।’ হামলা পরিকল্পনাকারীদের ইসলামবিরোধী বলে আখ্যা দেয়া হয়েছে।
Read More News

কট্টরপন্থী সুন্নি গোষ্ঠীগুলোকে বোঝাতে ‘তাকফিরি’ শব্দটি ব্যবহার করে শিয়া সংখ্যাগুরু ইরান। অপরদিকে শিয়াসহ অন্যান্য সম্প্রদায়ের মুসলমানদের ‘অবিশ্বাসী’ বলে অভিহিত করে সুন্নি গোষ্ঠীগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *