গুগল-পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে একটি। সারা বিশ্বেই কম বেশি (ব্যতিক্রম-চীন) ব্যবহার হয় গুগল। এটি একটি মার্কিন মাল্টি-ন্যাশনাল টেকনোলজি কোম্পানি। বর্তমানে এই মার্কিন কোম্পানির CEO-সুন্দর পিচাই। সেপ্টেম্বর ৪, ১৯৯৮ মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়াতে এই কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে এই কোম্পানির সদর দফতর। ল্যারি পেজ এবং সার্জারি ব্রিন মিলে গুগলের প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠানের আদি সংস্থার নাম অ্যালফাবেট ইঙ্ক। এই সংস্থায় কাজ করেন ৫৭,১০০ জন কর্মী। গুগলের স্লোগান হল- ‘Don’t be evil’। এসব কিছু হয়ত আপনি জানেন! না জানলেও ক্ষতি নেই, গুগল জানতে গুগল চাহে, যখন খুশি জেনে নেওয়া যায় গুগলকে। তবে যেটা জানাতে এই প্রতিবেদন, সেটা হলো, গুগল যদি মানুষ হতো, তাহলে কি হতো?
Read More News
Supreme Watches News