দুঃস্থদের সাহায্যে এগিয়ে আসার আহবান খালেদা জিয়ার

দুঃস্থ, অসহায় ও গরিব দুঃখীদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেছেন, সবাইকেই মানবতার সেবায় এগিয়ে আসা উচিত।

সোমবার রাজধানীর লেডিসক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশের অসহায়, দরিদ্র এবং যারা সমাজে নানারকম সমস্যার সম্মুখীন হয়, সেসব লোকদেরকে সাহায্য করাই এই ফাউন্ডেশনের কাজ এবং অন্যান্য ট্রাস্টের কাজ। আমাদের দলের অনেক লোক হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গু হয়েছে। তাদেরকে তারা সাহায্য করছে। এগুলো ভালো কাজ। আমি ফাউন্ডেশনের সাফল্য কামনা করছি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার মাহফিল হয়। জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান এই সংগঠনের চেয়ারম্যান।
Read More News

ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বলেন, লন্ডন থেকে আমাদের সংগঠনের চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঈদের আগাম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

বক্তব্যের পর বিএনপি চেয়ারপারসন জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, শিক্ষাবিদ অধ্যাপক সদরুল আমিন, খন্দকার মুস্তাহিদুর রহমান, আফম ইউসুফ হায়দারকে নিয়ে একই টেবিলে বসে ইফতার করেন।

এছাড়া ইফতারে অংশ নেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মান্নান, এএসএম আবদুল হালিম, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, ড. আসাদুজ্জামান রিপন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবীর খোকন, সাহাদাত হোসেন, আফরোজা খান রীতা, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, সম্মিলিত পেশাজীবী পরিষদের রুহুল আমিন গাজী, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ডা. আবদুল হক, এমবিএর সভাপতি সৈয়দ আলমগীর, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের হাছিন আহমেদ, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. শহীদ হাসান, প্রকৌশলী আফজাল হোসেন সবুজ।

ইফতারে বিএনপি সমর্থিত শিক্ষক-চিকিৎসক-আইনজীবী-প্রকৌশলী-সাংবাদিক-পেশাজীবী নেতৃবৃন্দও অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *