আজ সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনকালে পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদে রাস্তার জন্য কোনো যানজট হবে না এবং মানুষ স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরতে পারবে।
এবারের ঈদে আমাদের প্রস্তুতি ভালো। এতে কোনো ঘাটতি নেই। মহাসড়কের অবস্থাও আগের চেয়ে ভালো। তবে চন্দ্রায় সড়ক মেরামতের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছুটা যানজটের আশঙ্কা রয়েছে। সেই কারণে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। আশা করি এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে।
এ ছাড়া ঈদের আগে মহাসড়ক ময়লা ও দখলমুক্ত করা হবে, এগুলো চলমান প্রক্রিয়া, ঈদের পরেও যে রাস্তা দখল হয়ে আছে সেগুলো পর্যায়ক্রমে মুক্ত করা হবে।
Read More News
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সবুজ উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহিদ রেজাসহ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।