ওমানকে ৭১ রানে হারিয়ে বাছাই পর্বের নির্ধারিত তিনটি ম্যাচেই জয়ী হয়ে এশিয়া কাপ খেলবে আমিরাত।
সোমবার ফতুল্লায় খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭২ রান করে আমিরাত। অন্যদিকে ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১০১ রান করতে সক্ষম হয় ওমান।
আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৫০ করেন ব্যাটসম্যান মোহাম্মদ কালিম। পাশাপাশি মোহাম্মদ ওসমানের ৪৬ রান ও শাহজাদের ৩৬ রানের ইনিংসটি আমিরাতের জন্য বড় সংগ্রহ এনে দেয়। ওমানের আমির কালিম চার উইকেট লাভ করেন।
আমিরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনো সুবিধাই করতে পারেননি ওমানের ব্যাটসম্যানরা। ওপেনার জিশান মাকসুদ সর্বোচ্চ ৪৬ রান করেছেন। এরপর আর দুই ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
২২ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংসটির জন্য আমিরাতের উসমান হন ম্যাচসেরা।
Read More News
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এশিয়া কাপে বাংলাদেশ, পাকিস্তান ,ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে পঞ্চম দল হিসেবে তৃতীয়বারের মতো খেলবে আরব আমিরাত। গত এশিয়া কাপ খেলা আফগানিদের এবার ফিরে যেতে হচ্ছে বাছাই পর্ব থেকেই। নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে হারিয়ে দিয়ে এশিয়া কাপের ঘন্টা শুনিয়েছিল আরব আমিরাত।
Supreme Watches News