গাইবান্ধায় জামায়াতুল মুজাহিদ বাংলাদেশের (জেএমবি) এক সদস্য ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে তারা গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে জেএমবি সদস্যসহ সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি, ইয়াবা ব্যবসায়ী, ডাকাতি, ছিনতাই মামলার ৪৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হবে বলে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফারুক হোসেন জানিয়েছেন।