কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের মামলা

মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পুলিশ মামলাটি করে। এতে ছয়জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে আটক এক আসামি থানা হাজতে রয়েছে। পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে কয়েকটি টিম কাজ করছে।

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চাওয়া হতে পারে।
Read More News

উল্লেখ্য, বুধবার বিকালে ওই কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ভাড়া বাসায় তিন দুর্বৃত্ত দরজার কড়া নেড়ে তাকে ডাকতে থাকে। দরজা খোলার পরপরই দুর্বৃত্তরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় রিপনের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধারে এগিয়ে আসতে থাকলে হামলাকারীদের মধ্যে দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। একজনকে জনতা ধরে ফেলে। পরে তারা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। রিপনকে তারা উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *