জামালপুরের বকশীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। শুক্রবার সকালে বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও পশ্চিমপাড়ায় এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- ওই এলাকার মোসারফ হোসেন (৫৩) ও মন্ডল মিয়া (৬০)। আহতদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানায়, গোয়ালগাঁও পশ্চিমপাড়ায় কাঁঠালের বিচির খেলা নিয়ে শিশুদের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় চারজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More News
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।