সৌরভের সারপ্রাইজ অতিথি জয়া

ভারতে বেশ ভালোই নাম কুড়িয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতার ছবিতে অভিনয়ই তাকে এই পরিচিতি এনে দিয়েছে। সে দেশ থেকে অর্জন করেছেন বেশ কয়েকটি সম্মাননাও। কলকাতায় বিশেষ কোনো অনুষ্ঠান হলে এখন অতিথি হিসেবেও হাজির হওয়ার অনুরোধ আসে তার কাছে। সে রকমই একটি অনুষ্ঠানে সম্প্রতি আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন জয়া আহসান। ভারতের সাবেক অধিনায়ক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন এ গুণী অভিনেত্রী।
দাদা নামের সেই বইয়ের মোড়ক উন্মোচন করা হয় ‘দাদাগিরি’ অনুষ্ঠানের সেটে। এ অনুষ্ঠানের উপস্থাপকও সৌরভ। ভারতের জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’র সেদিনের পর্বটির দৃশ্যধারণ করা হয় কলকাতার পার্পল মুভি টাউনে। সেখানে সারপ্রাইজ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এমন চমৎকার একটি আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ কিছু মুহূর্ত কেটেছে বলে জানান জয়া আহসান। গতকাল জি বাংলায় ‘দাদাগিরি’ অনুষ্ঠানে এ পর্বটি দেখানো হয়।
জয়া আহসান বলেন, আমরা সবাই জানি, দাদাগিরি একটি অন্য রকম অনুষ্ঠান। বাংলাদেশেও এ অনুষ্ঠান দারুণ জনপ্রিয়। তবে আমি কিন্তু পুরো অনুষ্ঠানে ছিলাম না। আমি শুধুই সৌরভের বইয়ের মৌড়ক উন্মোচনের সারপ্রাইজ অতিথি ছিলাম। ‘দাদা’ বইটি সৌরভের বিভিন্ন সময়ে প্রকাশিত সাক্ষাৎকারের সংকলন। আছে বিভিন্ন গুণীজনের মন্তব্যও। জয়া বর্তমানে বাংলাদেশের সিরাজগঞ্জে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নুরুল আলম আতিক পরিচালিত ছবিটির নাম ‘পেয়ারার সুবাস’।
Read Our Latest News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *