খুনে অভিজ্ঞদের সরকারে রাখায় দেশ অস্থিতিশীল

আজ মঙ্গলবার রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, সন্ত্রাস দমন নয়, সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে আর জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করছে সরকারই।

তিনি বলেন, গুম খুনে যারা অভিজ্ঞ তাদের সরকারে রাখায় দেশে অস্থিতিশীলতা চলছে ।

ইফতার শুরুর আগে সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমনের অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার কোনো ঘটনা ঘটেনি এমন দাবি করে তিনি বলেন, ভিত্তিহীন অভিযোগে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে।

জাসদের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, যারা এক সময় হত্যার রাজনীতি করেছে তারা সরকারে আছে বলেই দেশে অস্থিরতা চলছে।

আওয়ামী লীগ যখন স্বাধীনতা লাভ করে ক্ষমতায় ছিল, এরাই কিন্তু তখন আওয়ামী লীগের সঙ্গে ছিল।
Read More News

বিএনপির জন্মও তখন হয়নি, এই দলের লোকগুলোই তখন আওয়ামী লীগের লোকদের খুন করত, গুম করত এবং তাদের নেতা সম্পর্কে যে খারাপ ভাষায় বক্তব্য দিত।  সেগুলো আওয়ামী লীগ ও হাসিনা সব ভুলে গিয়ে আজকে নিজের দলের লোকদের মূল্যায়ন না করে এই খুনি, এই অত্যাচারীদের মূল্যায়ন করা হচ্ছে। তার ফলেই কিন্তু দেশের এই অবস্থা হচ্ছে।

বেগম জিয়া অভিযোগ করেন সাঁড়াশি অভিযানের নামে হয়রানি করা হচ্ছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সাধারণ মানুষকে, আর পকেট ভারী হচ্ছে পুলিশের।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *