আজ মঙ্গলবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫, ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথ উদ্যোগে ভেজালবিরোধী এক অভিযানে মেয়াদোত্তীর্ণ ছাড়পত্রের প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আর কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বানানো জুস ধ্বংস করা হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে কাপড়ে ব্যবহার করা রং দিয়ে তৈরি করা হচ্ছে জুস। আর মিরপুরে এক প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ছাড়পত্র ব্যবহার করে তৈরি ও বিক্রি করছে খাবার।
মিরপুরে আমিন কনফেকশনারি অ্যান্ড জেনারেল স্টোরের বিএসটিআইয়ের ছাড়পত্র আছে। কিন্তু ওই ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হলেও ওই প্রতিষ্ঠান ছাড়পত্র নবায়ন করেনি। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানের মালিক মো. আমিরুল ইসলাম (৫৪) অপরাধ স্বীকার করলে তাঁকে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা করিম মোট এক লাখ টাকা জরিমানা করেন।
Read More News
এছাড়া, তেজগাঁও এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় ‘তৃপ্তি ফুড প্রোডাক্টস’ বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই কাপড়ে ব্যবহৃত রং, ক্ষতিকারক কেমিক্যাল ও অপরিশোধিত পানি ব্যবহার করে অবৈধভাবে নকল জুস তৈরি করে বাজারজাত করছে। এ কারণে কারখানায় তৈরি বিপুল নকল জুস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।