সাতক্ষীরায় পুকুর থেকে হারান ঋষি (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের ঋষিপাড়ার পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। হারান ঋষি জেলা শহরের লস্করপাড়ার দুলাল ঋষির ছেলে। তিনি ছনকা গ্রামের অভিলাস ঋষির মেয়ে জামাই। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঋষিপাড়ার পুকুরে হারান ঋষির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা তার শ্বশুর বাড়িতে খবর দেয়। পরে স্থানীয়ভাবে মৃতদেহটি উদ্ধার করা হয়। হারান ঋষির শ্বশুর অভিলাস ঋষি বলেন, জামাই আমাদের বাড়িতে থাকতো। সে গতকাল (সোমবার) সাতক্ষীরায় নিজেদের বাড়িতে গিয়ে আর ফেরেনি। সকালে শুনি তার মৃতদেহ পুকুরে ভাসছে। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম বলেন, সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।
Read More News