রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন চণ্ডীপুর এলাকায় আপেল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত কিংবা আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য, সকালে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় লোকজন। এ সময় তাঁরা রাস্তার পাশে আপেলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দেখে আপেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। রাজপাড়া থানার সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, শত্রুতার জের ধরে প্রতিবেশীর হাতে আপেল খুন হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর এক প্রতিবেশীর বাড়ির সবাই পলাতক রয়েছে। এসি আরো জানান, নিহত আপেলের নামে রাজপাড়া থানায় একাধিক মামলা রয়েছে।
Read More News