এবার এনরিক ইগলেসিয়াসের ভিডিওতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ‘কোয়ান্টিকো’ প্রিয়াঙ্কাকে যথেষ্ট জনপ্রিয়তা দিয়েছে, আসছে ‘বেওয়াচ’। এরই মধ্যে খবর, এনরিকের গানে জেনিফার লোপেজের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়াঙ্কা। কয়েকদিন আগেই এনরিকের নতুন গান ‘ডোন্ট ইউ নিড সামবডি’ মুক্তি পেয়েছে। ইউ টিউব ঘাঁটলে দেখা যাবে, মে মাসের শেষ থেকে ইতিমধ্যে প্রায় ১০ লাখ লোক শুনে ফেলেছেন গানটি। এবার মিউজিক ভিডিও তৈরি হবে। শুধু লোপেজ নয়, র্যাপ গায়ক একন সহ আরও বেশ কয়েকজন বিশ্বখ্যাতর সঙ্গে এক ভিডিওতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
Read More News