বেশ কয়েক বছর আগে স্ত্রী রোবেনা রেজা জুঁইর সাথে একটি একক নাটকে অভিনয় করেছিলেন। নাটকে দু’জনের অনবদ্য অভিনয় দর্শকের এত ভালো লেগে যায় যে এরপর গল্প, চরিত্র সমন্বয় হলে মোশাররফ করিম ও জুঁই করিম চেষ্টা করেন একই নাটকে অভিনয় করতে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইকে বেশ কিছু ঈদ ধারাবাহিক নাটক এবং একক নাটকে অভিনয় করতে দেখা যাবে।
এরই মধ্যে তারা দু’জন শেষ করেছেন সাগর জাহানের নির্দেশনায় ছয় পর্বের ধারাবাহিক ‘এ্যাভারেজ আসলাম’, সাজিন আহমেদ বাবুর ছয় পর্বের ধারাবাহিক ‘কিড সোলায়মান’ ও মেহেদী হাসানের ‘তলোয়ার’। ‘এ্যাভারেজ আসলাম’ প্রচার হবে বাংলাভিশনে, ‘কিড সোলায়মান’ বৈশাখীতে এবং ‘তলোয়ার’ প্রচার হবে আরটিভিতে। এ ছাড়া তারা দু’জন শিগগিরই মাসুম রেজার রচনায় ও সাঈদের নির্দেশনায় ছয় পর্বের ধারাবাহিক ‘চান্স মাস্টার’-এ অভিনয় করবেন।
Read More News
স্ত্রী জুঁইর অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন,‘ জুঁইর কোনো কাজেই আসলে কখনোই এতটুকু অবহেলা দেখিনি। সব কাজই সে বেশ গুরুত্ব দিয়ে করার চেষ্টা করে। অভিনয়ে ঠিক তাই দেখেছি আমি। যে চরিত্রে যখন অভিনয় করেছে তখন তাতে মনোযোগ দিয়েই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন। তবে দর্শক হয়তো আরো ভালো বলতে পারবেন। আমার নিজের কাছে ভালো লেগেছে ‘তিনি আসবেন’ ধারাবাহিকে তার অভিনয়। ঈদে আমাদের কাজগুলো নিয়েও আমি আশাবাদী।’
জুঁই করিম বলেন,‘ অভিনয়ের শুরুর দিকে আমি যখন টুকটাক ভুল করতাম, কখনো মোশাররফ খুব রি-অ্যাক্ট করতো। তখন বলতো, তুমি কেন পারবা না। কিন্তু এখন যখন ভালো কাজ করছি, অভিনয়টা বুঝে করার চেষ্টা করি তখন পাশে থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এটা অনেক উৎসাহ দেয় আমাকে। শুধু আমাকেই নয় তার সাথে যারাই কাজ করেন তাদেরকেও মোশাররফ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ’
এদিকে এবারের ঈদে অনেক কাজের ভিড়ে মোশাররফ করিম শামস করিমের নির্দেশনায় নির্মিত ‘ভালোবাসা কারে কয়’ কাজটি নিয়ে একটু বেশি আশাবাদী। এতে তার বিপরীতে নাদিয়া অভিনয় করেছেন। উল্লেখ্য মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইকে একসাথে অভিনয় করতে দেখা যাচ্ছে মাছরাঙ্গা টিভিতে এম আর মিজানের ‘নগর আলো’, বাংলাভিশনে মাসুদ সেজানের ‘চলিতেছে সার্কাস’ এবং আল হাজেনের ‘লড়াই’ ধারাবাহিক নাটকে।