সিরিয়ায় মিত্রদের ওপর ‘ভুলবশত’ হামলা চালায় যুক্তরাষ্ট্র

গত মাসের শেষের দিকে সিরিয়ায় বিমান হামলা চালানোর সময় যুক্তরাষ্ট্র দুর্ঘটনাক্রমে তাদের মিত্র বিদ্রোহীদের আঘাত করে থাকতে পারে। শনিবার যুক্তরাষ্ট্রের এক সামরিক মুখপাত্র একথা জানিয়েছেন। সেন্টকোম মুখপাত্র কর্নেল প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে বলেন, ২৮ মে মারার কাছে যুক্তরাষ্ট্র আইএস ও তাদের যানবাহনকে লক্ষ্য করে তিন দফা বিমান হামলা চালায়।

তিনি বলেন, ‘জোট বাহিনী জানতে পেরেছে যে একটি বিমান হামলা চালানোর সময় আইএসআইএল এর পরিবর্তে জিহাদি গোষ্ঠীটির বিরোধী বাহিনী ও তাদের গাড়িকে আঘাত করে থাকতে পারে।’ তিনি আরো জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।
Read More News

রাইডার বলেন, ‘আমরা আইএসআইএল বিরোধী এই বাহিনীর প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব এবং এই ঘটনার তদন্ত থেকে যে কোন ধরনের শিক্ষা লাভ করে ভবিষ্যতে আমাদের অভিযানকে আরো নিখুঁত করব।’

কেন্টেমের মতে, জোট বাহিনী ওই দিন আলেপ্পো প্রদেশের তুরস্ক সীমান্তবর্তী একটি এলাকায় তিন দফা হামলা চালিয়েছিল। সেখানে বিদ্রোহী ও জিহাদিদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ব্যাপক সংঘর্ষ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *