শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে শিয়া অধ্যুষিত এলাকায় একটি ধর্মীয় উপাসনালয়ের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। সরকারি টেলিভিশনে খবরে বলা হয়, সৈয়দ জয়নাব শিয়া উপাসনালয়ের কাছে সেই হামলায় অন্তত তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবেই আটজন নিহত হয়। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থার দাবি, নিহতের সংখ্যা ২০ জনে ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ১৩ জন বেসামরিক মানুষও রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের কাছে দায়েস নামে পরিচিত আইএস জানিয়েছে, দুজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেদের গাড়ি উড়িয়ে দিয়ে এ হামলা করে। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক এ তথ্য জানায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি রয়টার্সকে জানান, ওয়াশিংটন এ হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে। সৈয়দা জয়নাব নামে ওই শিয়া উপাসনালয়টি ইরাকি ও আফগান শিয়া বাহিনীর তীর্থস্থান। বাশার আল-আসাদের পক্ষে সম্মুখযুদ্ধের আগে শিয়ারা এ উপাসনালয়টিতে গিয়ে প্রার্থনা করে থাকে।
Read More News