রংপুরে সাঁড়াশি অভিযানে ৯৬ আসামি গ্রেপ্তার

রংপুরে জঙ্গি ও সন্ত্রাস দমনে চলমান সাঁড়াশি অভিযানে এক জামায়াতকর্মীসহ ৯৬ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত আট উপজেলায় একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত এ আসামিদের গ্রেপ্তার করা হয়। রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী অভিযান চলছে। এরই অংশ হিসেবে রংপুরে সাঁড়াশি অভিযানে ৯৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি আরও বলেন, বিশেষ অভিযান অব্যাহত থাকবে। রবিবারই তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *