দেশব্যাপী সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে সিরাজগঞ্জে পাঁচ জামায়াত নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৪৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় ৫ জামায়াত নেতাকর্মী আটক করা হয়। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৩৯ জন আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Read More News