সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১০

ফেনীর সোনাগাজী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মতিগঞ্জ এলাকার কাশমির বাজার এলাকার ব্রিকফিল্ড এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে আন্তঃ উপজেলা ডাকাত দলের অন্যতম সদস্য জসিম উদ্দিন (৩৫), আবদুল কাদের (৩২), আজিজুল হক (৩০) ও দেলোয়ার হোসেনসহ (৩৬) মোট ১০ জন। বাকীরা বহিরাগত হওয়ায় পুলিশ তাদের নাম জানাতে পারেনি।   এসময় তাদের কাছ থেকে ২টি পাইপ গান, ৯টি কার্তুজ, ছোরা, ডাকাতির সময় ব্যবহারিত মুখোশ ও লোহার গ্রিল কাটার একটি মেশিন উদ্ধার করে পুলিশ। সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্ড অফিসার মোহাম্মদ শাহ আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ডাকাতদের মধ্যে বেশ কয়জন বহিরাগত রয়েছে। তারা জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও চট্টগ্রামের মিরসরাই থেকে এসেছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় ডাকাতদল তাদের দিয়ে ডাকাতি করতে ভাড়া করে নিয়ে এসেছে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *