নড়াইলে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত সর্দার রাকিব শেখ (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত গভীর রাত আড়াইটার দিকে জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় এস আই মিজানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত রাকিব জেলার লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের মকলেজ শেখের ছেলে।
Read More News
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ডাকাত সর্দার রাকিব তার সহযোগীদের নিয়ে দিঘলিয়া দক্ষিণপাড়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহল পুলিশ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে রাকিব শেখ গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে। তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ রাকিবকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এস আই মিজানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, ৩টি গুলি ও ৫টি ছ্যান দা উদ্ধার করেছে পুলিশ।