হঠ্যাৎ করেই কারিনা কাপুর চলে গিয়েছিলেন লন্ডনে। শুটিং করছেন না কারিনা, অংশ নিচ্ছেন না কোনো অনুষ্ঠানে। আর এই সব কিছু মিলিয়ে বলিউডপাড়ায় গুজব রটেছিল, মা হতে যাচ্ছেন কারিনা কাপুর খান।
তবে সেই গুজবের অবসান ঘটিয়েছেন কারিনা নিজেই। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে কারিনা বলেন, ঈশ্বর চাইলে অবশ্যই মা হব। আমি একজন নারী। কিন্তু এই মুহূর্তে এ ব্যাপারে আমার কিছুই বলার নেই।
২০১২ সালে বিয়ে করেন কারিনা ও সাইফ আলী খান। কারিনার এটা প্রথম বিয়ে হলেও সাইফ আলী খানের ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে অমৃতা সিংয়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন সাইফ। ৪৫ বছর বয়সী সাইফের চেয়ে ১১ বছরের ছোট কারিনা। বর্তমানে তারা সুখেই সংসার করছেন।
Read More News